কাঁচা আমি
----------------
সেবার বইমেলায় দেখলাম সদ্য তরুণী নবীন কবিকে। তার প্রথম কবিতার বই আমার হাতে তুলে দিল। অপক্ক প্রচ্ছদ আর পুরো বইটা একটা কাঁচা কাঁচা গন্ধ। শিরোনামটাও পাঁকেনি .... শব্দগুলি যুদ্ধ করছে একে অপরের স্থান দখলের জন্য। চারদিকে বিশিষ্ট কবিদের মাঝে ভয়-লজ্জা-দ্বিধা-দ্বন্দ্ব মিশ্রিত কণ্ঠে মেয়েটি ফিস্ ফিস্ করে বললো, 'দিদি বইটা একটু মনযোগ দিয়ে পড়বে?' আর চোখে তাকিয়ে দেখি সে আর কেউ নয় আমি অবিকল আমি।
--মৌসুমী কর,ত্রিপুরা
২৬শে এপ্রিল ২০২০
সেবার বইমেলায় দেখলাম সদ্য তরুণী নবীন কবিকে। তার প্রথম কবিতার বই আমার হাতে তুলে দিল। অপক্ক প্রচ্ছদ আর পুরো বইটা একটা কাঁচা কাঁচা গন্ধ। শিরোনামটাও পাঁকেনি .... শব্দগুলি যুদ্ধ করছে একে অপরের স্থান দখলের জন্য। চারদিকে বিশিষ্ট কবিদের মাঝে ভয়-লজ্জা-দ্বিধা-দ্বন্দ্ব মিশ্রিত কণ্ঠে মেয়েটি ফিস্ ফিস্ করে বললো, 'দিদি বইটা একটু মনযোগ দিয়ে পড়বে?' আর চোখে তাকিয়ে দেখি সে আর কেউ নয় আমি অবিকল আমি।
--মৌসুমী কর,ত্রিপুরা
২৬শে এপ্রিল ২০২০