Type Here to Get Search Results !

সচেতনতা" ... আগরতলা থেকে পলাশ চক্রবর্তী এর অনুভব

 সচেতনতা"

পাহাড় ঘেরা ছোট রাজ্যে ত্রিপুরারই জনগণ
শান্তিপ্রিয় শান্ত স্বভাব শান্ত তাদের মন
তবুও যদি অতীত ভাবি আছে লেখা অনেক কথা
স্বাধীন বাংলা মুক্তিযুদ্ধের অজানা সব বীরের গাঁথা
তাছাড়া তো ভাতৃঘাতী রক্ত দাঙ্গা গেছে
দেখা
এসব নিয়ে মন মানে না আজকে বসে কিছু লেখা
কভু মোদের ধ্বংসলীলা দেখিয়ে গেছে ঘূর্ণি হাওয়া এসে
আবার বানের জলে কতবারই রাজ্য গেছে ভেসে
' - ' নীতির অনেক দোহাই দিয়ে বাহুবলি রাজ
রাজ্যবাসী দেখে সবই অতীত থেকে আজ
তবুও যেন চলছিল বেশ ভালোয় ভালোয় করে
কোথা থেকে " করোনা " এক শব্দ এলো উড়ে
চুপ্টি করে ঘরের ভেতর বসে সময় কাটাই
পুরনো সব স্মৃতি গুলি মনের পাতায় পাতায় হাতাই
বাইরে যেতে ইচ্ছে করে জানি আছে মানা
আমাদেরই ভালোর জন্য এটাও আছে জানা
তবুও কেনো বাউন্ডেলে জীবনটা যে আজ
চাইছে মুক্তি চাইছে হাসি চাইছে কিছু কাজ
জানি সবই আসবে ফিরে কিছুদিনের পড়ে
সেই কটা দিন থাকতে হবেই নিজের নিজের ঘরে
মৃত্যু এসে হাতছানি দেয় তবু বেরোই মোরা
এসব করে যমরাজা কেই দিচ্ছি আস্কারা
ভাবেন যদি বাইরে গিয়ে নাচানাচি চাই
এমন হলে নিজের হাতে নিজেই হবেন জবাই
তাই হাতেগোনা আর কটা দিন একটু ধৈর্য ধরুন
ঘরে বসেই পারিবারিক অনেক গল্প করুন
ছেলে,মেয়ে নানা-নানি কিংবা আব্বু মা
সবার সাথেই মজা করে একটু চলুন না
সারাদিন তো কাজে কাজে ব্যস্ত থাকেন সবাই
কোনদিন কি সবাই মিলে আড্ডা মারেন মশাই
চলুন, ঘড়েই মোরা থাকবো আরো শপথ করি ভাই
তুমিও বাঁচো আমিও বাঁচি এই তো সবাই চাই
তাতেই হবে সবার ভালো বলছি কথা শোনো
করোনা কে মারতে হলে হার মেনো না যেন
কষ্ট একটু হবেই কিন্তু মেনে চলা চাই
তালেই কিন্তু হাসবে তুমি হাসবো আমি হাসবে যে সবাই।


-- পলাশ চক্রবর্তী, আগরতলা

৩রা এপ্রিল ২০২০
 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.