আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কাব্য...... লুধিয়ানা থেকে বিলোক শর্মা

    আরশি কথা
    কাব্য......


    ভুট্টার বীজ ফোটার মতো
    ফুটে ওঠে কবিতা
    কপালে ঘাম অঙ্কুরিত হওয়ার পর
    মাটিতে রক্ত দৌড়োয়।

    অঙকুরের ন্যায় জীবন স্পর্শ করে
    জ্ঞানের তল

    পৃথিবী
    সবুজতা ও বাতাসের সংযুক্ত সংস্পর্শে
    সেই জীবনকে জাগ্রত করার সময়ে
    অনুভূতির ন্যায় ব্যক্ত হয় সৃজনশীলতা

    ক্রমেই শেখে ওঠে সে ঝঙ্ঝার সাথে লড়তে
    পশলার বিরুদ্ধ সংগ্রামী হতে
    নিজ পায়ে স্বভূমিতে দাঁড়ানো

    এই নিরন্তর সংঘর্ষ
    কত বড় কাব্য হয়ে উঠবে
    যদি পড়া যায়।

    -মনোজ বোগটি, 
    বিশিষ্ট নেপালি ভাষার কবি ও লেখক
    কালিম্পঙ,পশ্চিমবঙ্গ

    অনুবাদ: বিলোক শর্মা
    (ডুয়ার্সপশ্চিমবঙ্গ)
    লুধিয়ানা,পাঞ্জাব



    ২৪শে মে ২০২০


           
    3/related/default