আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারত থেকে ফিরলেন ১০৯০ বাংলাদেশি, থাকবেন 'হোম কোয়ারেন্টিনে'

    আরশি কথা
    আবু আলী, ঢাকা ।। বেনাপোল দিয়ে গত ৪ দিনে ভারত থেকে ১০৯০ বাংলাদেশি দেশে ফিরেছেন। করোনা উপসর্গ না থাকায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়নি বলে জানিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তাদের যার যার বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মো. মহাসিন উদ্দিন জানান, গত ৪ দিনে কারো দেহেই করোনা উপসর্গ পাওয়া যায়নি। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে কর্তব্যরত মেডিকেল টিম প্রতিটি যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করে ছাড়পত্র দিচ্ছেন। গত ১৪ মে ২৩৫ জন, ১৫ মে ২৭০ জন, ১৬ মে ৩৭৫ জন ও ১৭ মে ২১০ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়া বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফেরেন। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, যাদের শরীরে করোনা উপসর্গ থাকবে না তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে না। যাদের উপসর্গ পাওয়া যাবে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হবে। ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করছে তাদের স্বাভাবিক নিয়মে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি। গত ১৩ মে সরকারি আদেশে জানানো হয়, করোনা উপসর্গ না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার প্রয়োজন নেই। শুধুমাত্র যাদের দেহে করোনা উপসর্গ পাওয়া যাবে তাদেরই সরকারি হাসপাতালে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

    ১৬ই মে ২০২০
    3/related/default