Type Here to Get Search Results !

বিশ্ব সেবিকা দিবস" ...উওর ২৪ পরগণা থেকে দেবাশীষ মজুমদার

আর পাচটা দিবসের মত আজকের দিবসটা,কিন্তু কী এমন দিবস?সাধারন মানুষ সবাই আজ লক ডাউনের মধ্যে একটা দিবস নিয়ে এত উৎসাহী কেন?।আরে ভাই আজ তো আন্তর্জাতিক সেবিকা দিবস।সারা বিশ্বে মৃত্যুর মিছিল,যত দিন যাচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা।পালটে যাচ্ছে করোনা নামক ভাইরাস এর চেহারা লক্ষন।একবিংশ শতাব্দীতে বিশ্বায়নের যুগে মানুষ যখন ক্ষনিকের মধ্যে বিশ্বের সমস্ত খবর পেয়ে যাচ্ছে , তখন মানুষ শুধুমাত্র নয়,সমাজে বাস করা সকল শ্রেনীর জীব এর জীবন সংকটজনক।যত দিন যাচ্ছে তত সমস্যা ও বৃদ্ধি পাচ্ছে।আক্রান্ত এর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের চাহিদা।যে দিকেই দৃষ্টি রাখা যায় , দেখা যাচ্ছে ক্ষুধার্ত,অসহায় মানুষদের বাস্তব ছবি।কিন্তু এই করোনা ভাইরাস নামক মহামারী থেকে সকল মানবজাতি তথা সকল জীবকুলকে রক্ষা করতে অগ্রণী ভূমিকা যাদের, তারা হলেন নার্স।
তারা জীবনকে নিবেদন করেছেন আর্তের সেবার জন্য।তারা জানেন না তাদের জীবনে কী হতে পারে।কেউ কেউ মনে করেন তারা তাদের কর্ম করেছেন মাএ।এটা মনে রাখা ভীষন জরুরী তারা এগিয়ে না আসলে সকল জীবের জীবন সংশয়।তারা কারোর মা,কারোর বোন,কারোর বউ।তাদের একটা জীবন বলে শব্দ আছে।যদি ও করোনা ভাইরাস নামক মহামারী না আসলে তাদের কথা হয়তো মানুষ এমন করে মনেও করত না।আজ যে সেবিকা দিবস। বিশ্বের সমস্ত কর্মরত সেবিকাদের প্রতি আজকের শুভদিনে আমার অনেক শুভেচ্ছা ।

দেবাশীষ মজুমদার
আশ্রাফাবাদ,অশোকনগর
উওর ২৪ পরগণা

ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১২ই মে ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.