Type Here to Get Search Results !

৫ জুলাই সমগ্র রাজ্যে লকডাউনঃ শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
কোভিড-১৯ জনিত বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী ৫ জুলাই (রবিবার) সমগ্র রাজ্য সম্পূর্ণ লক ডাউন থাকবে।আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।৫ জুলাই ভোর ৫টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত এই লক ডাউন কার্যকর হবে।সাংবাদিক সম্মেলনে কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২৯২জন।বর্তমানে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে ৩৮৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫,৩৭৬ জন।রাজ্যে আজ পর্যন্ত ৬৬,০৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।৬৪,৪৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এদের মধ্যে ১,৩৮৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।১,০৮৬ জন ইতিমধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।তিনি জানান,গতকাল যে ৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে তার মধ্যে ২৩জন গোমতী জেলার,২জন খোয়াই জেলার,৫জন পশ্চিম জেলার,২জন ঊনকোটি জেলার,দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজলা জেলার ১জন করে রয়েছেন।১জনকে আজ দেবদারু পিএইচসি থেকে সুস্থ হয়ে উঠায় ছাড়া হয়েছে।শিক্ষামন্ত্রী জানান,আজ চুড়াইবাড়ি দিয়ে মোট ৪৮৬ জন রাজ্যে এসেছেন।এর মধ্যে ১৬৩ জন ট্রাক ড্রাইভার এবং ৩২৩ জন বহিরাজ্যে আটকে থাকা লোকজন।শিক্ষামন্ত্রী আরও জানান,২৬ জুন থেকে ট্রেন এবং বিমানযাত্রী সকলেরই সোয়াব পরীক্ষা করা হচ্ছে।কোভিড-১৯ পরীক্ষার জন্য রাজ্যে বর্তমানে ৪টি নমুনা পরীক্ষার মেশিন রয়েছে।আগামীকাল বা পরশুর মধ্যে আরো একটি মেশিন আসছে।এই মেশিনটি ধর্মনগরে বসানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তথ্যঃ ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি অধিকার প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তি

ছবিঃসুমিত কুমার সিংহ
আরশিকথা

৩০শে জুন ২০২০  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.