Type Here to Get Search Results !

রক্তদান শিবিরে সাংসদ প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিও থেরাপিস্টস এর ত্রিপুরা শাখার উদ্যোগে রবিবার(২১ জুন) আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবির হয়।তাতে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক ও বিধায়ক ডাঃ দিলীপ দাস।

সাংসদ তার বক্তব্যে মানুষকে নিয়মিত রক্তদানের আহ্বান জানান।পাশাপাশি করোনা মোকাবিলায় সচেতন থাকার কথা মনে করিয়ে দেন।শিবিরে উপস্থিত সবার মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।সংগঠনের ত্রিপুরা শাখার অধিকাংশ সদস্য সদস্যারাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সাংবাদিকদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন তারা।

ছবিঃ সংগৃহীত 
২১শে জুন ২০২০