Type Here to Get Search Results !

লেফুঙ্গা ব্লক এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
লেফুঙ্গা ব্লক এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া হবে অটল জলধারা প্রকল্প।
মঙ্গলবার(৭ জুলাই) সকালে মুখ্যমন্ত্রী রাজঘাট এডিসি ভিলেজে যান।ভিলেজ কার্যালয়ে বৈঠক করেন সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে।সঙ্গে ছিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ।

ভিলেজ সভায় মুখ্যমন্ত্রী এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হন।তারপর তিনি অটল জলধারা প্রকল্পে কাজ কতটা এগিয়েছে তা পরিদর্শন করেন।

কথা বলেন বেনিফিসিয়ারীদের সঙ্গে।পানীয় জল পরিষেবা সম্পর্কে অবগত হন।এদিকে মন্ত্রী রতনলাল নাথ অটল জলধারা প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন।তিনি তথ্য দিয়ে বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে প্রায় ৭৫ হাজার পরিবারকে পানীয় জলের সংযোগ দেয়।


ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

৭ই জুলাই ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.