আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস ডিজিপি'র দ্বারস্থ

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    রাজ্যের আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস এবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ।বুধবার ৮ জুলাই) প্রদেশ কংগ্রেসের তরফে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন ডিজিপি'র কাছে।দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশ যেন সঠিক ভূমিকা পালন করে।দুষ্কৃতীদের বিরুদ্ধে যেন আইনানুগ পদক্ষেপ নেয়।কংগ্রেসের অভিযোগ বিরোধীদের রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেওয়া হচ্ছে না।বিভিন্ন ভাবে বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে।তাই এসব যেন বন্ধ করা হয়।
    এদিন কংগ্রেসের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পিসিসি'র সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক।তিনি বলেন,ডিজিপি যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।আর যদি কংগ্রেসের দাবি মানা না হয় তাহলে দল আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ৮ই জুলাই ২০২০
    3/related/default