৬ দফা দাবিতে রাজ্য ব্যাপী আন্দোলনে বামফ্রন্ট

আরশি কথা
নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
রাজ্য ব্যাপী আন্দোলনে নামে চার বাম দল ও সিপিআইএমএল।মঙ্গলবার(৭ জুলাই) রাজধানী আগরতলায় ১৬মিনিটের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এই আন্দোলনে সামিল হন বিরোধী দলনেতা মানিক সরকার,রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর সহ অন্যান্য বামপন্থী দলগুলির নেতৃত্বরা।বিরোধী দলনেতা বলেন,সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে প্রতিটি মহকুমায় এদিন এই আন্দোলন কর্মসূচী পালন করা হয়।মূলত ৬ দফা দাবিতে তাদের এই আন্দোলন।পেট্রোল-ডিজেলের দাম কমানো,কৃষকদের যাবতীয় উপকরণ বিনামূল্যে প্রদান,রেগা ও টুয়েপে বছরে ২০০ দিনের কাজ দেওয়া সহ আরও কিছু।

ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

৭ই জুলাই ২০২০
3/related/default