আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে চা পাতা উৎপাদন বৃদ্ধির হার ৬ শতাংশঃ মুখ্যমন্ত্রী

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    গত ১ বছরে রাজ্যে চা পাতা উৎপাদনে ৬ শতাংশ বৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছে রাজ্য চা উন্নয়ন নিগম।বুধবার (৮ জুলাই) মহাকরণের কনফারেন্স হলে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের গত দু'বছরের অগ্রগতি সংক্রান্ত এক লিফলেটের আবরণ উন্মোচন করে এই কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
    রাজ্য সরকারের দু'বছরের ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের সয়ম্ভরতার পথে এক বলিষ্ঠ পদক্ষেপ শীর্ষক এই লিফলেটে নতুন সরকার ক্ষমতায় আসার পর চা উন্নয়ন নিগমের উন্নয়ন সংক্রান্ত তথ্য রয়েছে।এদিন এই সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান,২০১৮-১৯ অর্থবর্ষে নিগম ১৫.৫৬ লক্ষ কেজি চা পাতা উৎপন্ন করেছে।২০১৯-২০ বর্ষে নিগমের চা পাতা উৎপাদনের পরিমাণ ছিলো ১৬.৬০ লক্ষ কেজি।এই উৎপাদন বৃদ্ধির হার ৬ শতাংশ বলে জানান মুখ্যমন্ত্রী।তিনি আরও জানান,নিগমের নিজস্ব কারখানার ২০১৮-১৯ বর্ষে ২.৯৮ লক্ষ কেজি চা পাতা উৎপন্ন হয়।২০১৯-২০ বর্ষে এই উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪.১৬৪ লক্ষ কেজি।বৃদ্ধির হার ৩৪ শতাংশ।
    এদিন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা জানান,কলকাতায় অনুষ্ঠিত অকশনে রাজ্যের উৎপাদিত চায়ের দর ২২৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ২৩১ টাকা হয়েছে।কর্পোরেশন এখন লাভজনক অবস্থায় যেতে না পারলেও অচিরেই লাভজনক সংস্থায় পরিণত হতে যাচ্ছে বলে প্রত্যয়ের সাথে জানান ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা।


    ছবিঃসুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ৮ই জুলাই ২০২০ 
    3/related/default