শুরু হয়েছে কের পূজা

আরশি কথা
নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
অন্যান্য বারের মতো এবছরও প্রথা মেনে শুরু হয়েছে কের পূজা।উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে নির্দিষ্ট জায়গায় এই পূজা হচ্ছে।নির্ধারণ করা হয়েছে কের এর গন্ডী।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে সমস্ত রীতিনীতি মেনে পূজা শুরু হয়।




 রাজন্য আমল থেকে এই কের পূজা হয়ে আসছে।একসময় এই কের এর গন্ডী অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকলেও এখন তা কমিয়ে উজ্জ্বয়ন্ত প্রাসাদ চত্বরে সীমাবদ্ধ রাখা হয়েছে।রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনায় এই পূজা হয়ে থাকে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যবাসীকে কের পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।তিনি সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। 

ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

১৪ই জুলাই ২০২০ 
3/related/default