আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সমস্ত প্রকাশ্য সভা বাতিল করলো বিজেপি

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    রাজ্যে দেরিতে হলেও করোনার প্রভাব পড়েছে।একথা স্বীকার করে আগামী কিছুদিন সব ধরণের প্রকাশ্য সভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ বিজেপি।ঘরোয়া সভা করা হলেও ২০ জনের বেশি কার্যকর্তা থাকবেন না।মঙ্গলবার (১৪ জুলাই) প্রদেশ বিজেপি'র কার্যালয়ে দফাওয়াড়ি বৈঠক হয়।সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে।
    এদিন বিকেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।তিনি আরও বলেন,এদিন দলের রাজ্য কার্যকারিণীর বৈঠকের পাশাপাশি বিভিন্ন মোর্চাগুলিরও বৈঠক হয়।উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা,মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য রাজ্যস্তরের নেতৃত্বরা।
    সেখানে বার্তা দেওয়া হয় বর্তমান পরিস্থিতিতে দলীয় কার্যকর্তারা কি করবেন,কি হবে তাদের ভূমিকা এবং কিভাবে তারা নিজেদের প্রস্তুত রাখবেন।সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক টিঙ্কু রায়ও ছিলেন।এক প্রশ্নের উত্তরে শ্রী ভট্টাচার্য বলেন,বিধায়ক সহ দলের কোনও কার্যকর্তাকেই দলের বিরুদ্ধে কথা বলা ঠিক হবে না।যদি তা করতেই হয় দল থেকে বেড় হয়ে গিয়ে প্রতিদ্বন্ধিতা করতে পারেন।দল তাতে প্রস্তুত।তিনি একথার মাধ্যমে কাকে কি ইঙ্গিত করতে চাইছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।


    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ১৪ই জুলাই ২০২০  
    3/related/default