আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মুখোশ........ ঢাকা থেকে উম্মে কুলসুম মুন্নি এর কবিতা

    আরশি কথা
    মুখোশ........

    যখন কেউ জানতে চায়, কেমন আাছো ? 
    তখন কিছু না ভেবেই উত্তর টা হয় ভালো আছি , 
    সত্যি কি ভালো আছি ? 
    নাকি সত্যিকারের ভালো কখনো থাকা যায় ! 
    ভালো থাকার সংজ্ঞা কি ? 
    অথবা এর সীমা কত টুকু ? 
    এটা কি কেউ জানে ? 
    ঠিক কতটুকু পাওয়া হলে নিজেকে ভালো ভাবা যায়,,,,
    কোথায়, কার সান্নিধ্যে নিজেকে পরিপূর্ণ সুখী ভাবা যায়,,,,,
    আসলে এভাবে হয়তো কেউ কখনো ভাবে না,,,,
    শুধু ই কথার কথা বা সময়ের প্রয়োজনে বলা, 
    ভালো আছি,,,, 
    কখনো হয়তোবা ভালো থাকতে হয় তাই ভালো থাকা,,,,
    ভালো থাকা বিষয় টা তো আপেক্ষিক, 
    তাই তো ভাগ্য বিড়ম্বিত মানুষটাও নিজেকে একসময়
    যেমন আছি ভালো আছি ভাবতে শুরু করে,,,
    বার বার চেষ্টা করে ব্যর্থ হয়ে না পাওয়ার বেদনা গুলো 
    ভুলে ভালো থাকার আকাঙ্খা,,, 
    প্রিয়জন কিংবা একমাত্র অবলম্বন হারিয়েও 
    একসময় তাকে ছাড়া ভালো থাকা,,,,
    চরম অবহেলা, অবজ্ঞা পেয়ে ও তো ভালো থাকতে হয়,,,,
    তাই না,,,,?
    কতটা অদ্ভুত এই জীবন ! 
    মুখোশের অন্তরালে কষ্টের বোবা কান্নাকে 
    আড়াল করার  কত না বাহানা,,,
    মিথ্যে হাসির পিছনে কত দুঃস্বপ্নের ছায়া,,,,
    সব সময় কি মানুষের ভিতর আর বাহিরের অনুভব 
    আর উপলব্ধি গুলো এক হয়,,,
    নাকি কখনো বাহিরের চাকচিক্যের মোহে,,, 
    অথবা অন্যের বাহবা কুড়ানোর আশায় 
    মিথ্যা কথার ফুলঝুরি,,,,
    আবার কখনো অন্তরাত্মার আত্মশুদ্ধির বাসনায় 
    নিজেকে আড়াল করা,,,,
    অভিনয়,,,, 
    সত্যি বলতে জীবনটা একটা নাট্যমঞ্চ
    যেখানে সবাই প্রতিনিয়ত অভিনয় করে চলেছে 
    ভালো থাকতে, ভালো রাখতে ।।।


    - উম্মে কুলসুম মুন্নি 
     ঢাকা,বাংলাদেশ ।
    ২৬শে আগস্ট ২০২০
    3/related/default