ক্রান্তিটা কি ভ্রান্তি ছিলো?
ধুরন্ধরের দৌলতে ভাই পুরন্দরের শান্তি নাই--!
এদেশ তোমার এদেশ আমার,আজ দ্যাখো সব পুড়ে ছাই!
তেপান্তরের মাঠের পাশেই দিগম্বরের কারখানা-
বরাত পেয়ে করাত দিয়ে কাটছে বেকার মর্দানা!
সৈন্যদেরও দৈন্যদশা ঘুরছে পিছে বল্গাহীন--
স্বরাজ দরাজ বলতে নারাজ,পাছে নাহয় কর্মহীন।
ত্রেতাযুগের নেতা এখন খুঁজছে বুড়ি শর্বরী --
মিষ্টিরসের সৃষ্টি দিয়েই বাধতে হবে ফুলপরী।
ধুকেধুকে মরছে লোকে ঐ চোখে মেঘমল্লার --!
ক্রান্তিটা কি ভ্রান্তি ছিলো?নাকি শুধুই হল্লার!
ওঠছে ধ্বনি বৈতরণী এক মাঘে কি শেষ?
ভগৎ ক্ষুদি কন্ঠ রুধি গোল্লা পেলো দেশ।
বীরের জাতি জ্বালবে বাতি রাখবে মায়ের মান --
আবার হেঁটে আঁধার কেটে বাঁচাও সংবিধান।
- রতন আচার্য,ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট ২০২০
ধুরন্ধরের দৌলতে ভাই পুরন্দরের শান্তি নাই--!
এদেশ তোমার এদেশ আমার,আজ দ্যাখো সব পুড়ে ছাই!
তেপান্তরের মাঠের পাশেই দিগম্বরের কারখানা-
বরাত পেয়ে করাত দিয়ে কাটছে বেকার মর্দানা!
সৈন্যদেরও দৈন্যদশা ঘুরছে পিছে বল্গাহীন--
স্বরাজ দরাজ বলতে নারাজ,পাছে নাহয় কর্মহীন।
ত্রেতাযুগের নেতা এখন খুঁজছে বুড়ি শর্বরী --
মিষ্টিরসের সৃষ্টি দিয়েই বাধতে হবে ফুলপরী।
ধুকেধুকে মরছে লোকে ঐ চোখে মেঘমল্লার --!
ক্রান্তিটা কি ভ্রান্তি ছিলো?নাকি শুধুই হল্লার!
ওঠছে ধ্বনি বৈতরণী এক মাঘে কি শেষ?
ভগৎ ক্ষুদি কন্ঠ রুধি গোল্লা পেলো দেশ।
বীরের জাতি জ্বালবে বাতি রাখবে মায়ের মান --
আবার হেঁটে আঁধার কেটে বাঁচাও সংবিধান।
- রতন আচার্য,ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট ২০২০