Type Here to Get Search Results !

সংক্রমন বৃদ্ধি রুখতে সবাইকে করোনা টেস্ট করানোর আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
রাজ্যে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক হওয়ার পথে এগিয়ে চলেছে।আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ডাক্তারদের বক্তব্যের পর এমনটাই মনে করা হচ্ছে।ডাক্তাররা আহ্বান জানান পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সবাই যেন করোনা টেস্ট করান।
সোমবার এজিএমসি'র তিনজন বিশেষজ্ঞ ডাক্তার সুব্রত বৈদ্য,ডাঃ তপন মজুমদার ও ডাঃ রাজেশ দেববর্মা এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করেন।সেখানে ডাঃ মজুমদার বলেন,রাজ্যে এখন পার্সেন্ট অব পজিটিভিটি ৯ থেকে ১০ এর মধ্যে।১০ অতিক্রম করলেই গোষ্ঠী সংক্রমনের সম্ভাবনা।WHO যেখানে বলেছে পার্সেন্ট অব পজিটিভিটি ৫ শতাংশের মধ্যে রাখার জন্য।এদিন কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মানুষের এন্টিবডি লেভেল টেস্ট করতে হবে।এদিকে ডাঃ রাজেশ দেববর্মা করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলেন।তিনি দাবি করেন চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধপত্র সহ অন্যান্য জিনিষপত্রের যথেষ্ট মজুত রয়েছে।

ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

২৪শে আগস্ট ২০২০  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.