আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সোনিয়া গান্ধী'র উপরই আস্থা প্রদেশ কংগ্রেসের ঃ ত্রিপুরা

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
    সোনিয়া গান্ধী এআইসিসি এর সর্বভারতীয় সভানেত্রীর পদে আর থাকতে না চাইলেও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সোনিয়া গান্ধীর উপরই আস্থা রাখছে।পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানান,একমাত্র গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দিতে পারে।সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর যোগ্য নেতৃত্বে কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।পাশাপাশি বলেন,এরাই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারে।গান্ধী পরিবারের উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে প্রদেশ কংগ্রেসের।
    শ্রী বিশ্বাস আরও বলেন,অতীতেও দেখা গিয়েছে গান্ধী পরিবারের হাতে কংগ্রেসের নেতৃত্ব থাকলেই কংগ্রেস শক্তিশালী হয়।নির্বাচনে হার জিত আছেই।সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীই কংগ্রেসের যোগ্য নেতৃত্ব।ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পূর্ণভাবে সোনিয়া গান্ধীর পাশে আছে।শ্রী বিশ্বাস বলেন,যতদিন রাহুল গান্ধী সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হতে রাজি হচ্ছেন না ততদিন যেন সোনিয়া গান্ধীই কংগ্রেস সভাপতি থাকেন।কারণ একমাত্র গান্ধী পরিবারই পারে কংগ্রেসকে নেতৃত্ব দিতে।

    ছবিঃ সংগৃহীত
    ২৪শে আগস্ট ২০২০ 
    3/related/default