Type Here to Get Search Results !

তপশিলি জাতি সমিতির সদর মহকুমা সম্মেলনঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটির নবম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ নভেম্বর) মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে এই সম্মেলন হয়।

সম্মেলন শুরুর আগে পতাকা উত্তোলন ও শহিদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় সংগঠনের প্রয়াত নেতা কর্মীদের প্রতি।উক্ত সম্মেলনে তপশিলি জাতি নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস,রতন ভৌমিক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রতন ভৌমিক বলেন,রাজ্যে এখন যে রাজনৈতিক ,সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে আগে তা দেখা যায়নি।রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার আসার পর কোনও মহকুমায় সম্মেলন করার অবস্থা ছিলো না।তারপর শুরু হয় করোনা পরিস্থিতি।
শেষ পর্যন্ত সদর মহকুমার দলীয় কার্যালয়েই এই সম্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন।


ছবিঃ সুমিত কুমার সিংহ

২২শে নভেম্বর ২০২০
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.