আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পানিসাগরের ঘটনায় সরকার তদন্তক্রমে ব্যবস্থা নেবে, বিশ্বাস বিজেপি'রঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    রিয়াং শরণার্থী ইস্যুতে শনিবার (২১ নভেম্বর) পানিসাগরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিক্রিয়া দিলো প্রদেশ বিজেপি।এদিন বিকেলে দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, জাতীয় সড়ক অবরোধের চেষ্টার পর যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।তাই বিজেপি এই বিষয়ে এখনই কিছু বলতে চাইছে না।দল প্রত্যাশা করে তদন্তক্রমে সঠিক তথ্য বের হয়ে আসবে।সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে।দায়িত্বশীল দল হিসেবে বিজেপি মনে করে কোন অংশের মানুষের যেন স্বার্থ ক্ষুন্ন না হয়।বিজেপি কোন ধরণের বৈষম্যে বিশ্বাস করে না।রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করছে।এক প্রশ্নের উত্তরে নবেন্দু ভট্টাচার্য বলেন,এদিন মন্ত্রী সান্তনা চাকমা জয়েন্ট অ্যাকশন মুভমেন্ট কমিটির সঙ্গে তাদের লাগাতার ধর্মঘট আন্দোলন ও রিয়াং শরণার্থী ইস্যুতে আলোচনা করেছেন।দল যতদূর খবর পেয়েছে আপাতত আন্দোলন স্থগিত রাখার কথা জানিয়েছে জয়েন্ট অ্যাকশন মুভমেন্ট কমিটি।


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২১শে নভেম্বর ২০২০
     

    3/related/default