আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরের ঘরের মেয়ে" ............ আমেরিকা থেকে জবা চৌধুরী, আরশিকথা

    আরশি কথা

    পরের ঘরের মেয়ে"

    =============


    মেয়েরা শুনে শুনে বড় হয় ---

    পরের ঘরে যেতে হবে। 

    মায়েরা শুনে শুনে বুড়ো হয় ---

    পরের ঘরের মেয়ে।


    সবই পরের জেনেও পরিবারকে সুখী দেখতে 

    মেয়েরা জীবনভর স্বপ্ন বুনে চলে। 

    নিজের সব কষ্টকে লুকোয় তার আঁচলে 

    পাওনা-দেনার হিসেব মিলবে না জেনেও। 


    ভালো কাজের ফলের ভাগ নেয় পরিবার

    তার অমতের নাম দেয় লোকে 'প্রতিবাদ' l

    তার খুশির মাপ যে অনেক বড় কেউ চায় না মানতে 

    তার বয়স বাড়ে দিনের শেষে কেউ চায় না জানতে। 


    বুকের ভেতর দুঃখ-সাগর, সীমা বোঝা দায় 

    চিরবিদায় নেওয়া আপনজনের --সেই বুকেতেই বাস 

    তবু মুখের হাসি বাঁচিয়ে রেখে স্বপ্ন বিলায় সে যে

    এগিয়ে নিয়ে চলে জীবন ---পরের ঘরের মেয়ে সে !!


    জবা চৌধুরী, আটলান্টা



    আরশিকথা সাহিত্য-সংস্কৃতি বিভাগ

    ২৯শে নভেম্বর ২০২০

     

    3/related/default