আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কলাকার" ...... আমেরিকা থেকে রবীন্দ্র চক্রবর্তী, আরশিকথা

    আরশি কথা

    লাকার"


    বড়ো বড়ো কলাকার 

    বাঁচে করে দেনা ধার - 

    গরবের সাথে পায় গরিবি; 

    গুণীদের অবদান 

    কেন হয় অপমান?

    এ কেমন বেমানান পৃথিবী!


    ক্রিকেটের দুনিয়ায়, 

    বলিউড সিনেমায়, 

    বয়ে যায় অর্থের বন্যা। 

    নগ্ন এ সমাজে 

    হেঁট হয় মাথা যে 

    তবু যায় নিরূপায় কন্যা! 


    বিত্তের দাপটে 

    উল্লাস কপটে 

    শিল্পী যে বড়ো আজ অসহায় - 

    কদর্য্য হাসিতে 

    প্রতিভার ফাঁসিতে 

    সুন্দর মুখ ঢাকে লজ্জায়! 


    প্রবাসের রবি হায় 

    হাভাতের মতো চায় 

    প্রভাত আঁধারে যায় হারায়ে!

    কৃষ্ণের মতো কে?

    অনন্ত শাড়িতে 

    রক্ষিবে সুন্দরে দাঁড়ায়ে।


    রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৯শে নভেম্বর ২০২০



     

    3/related/default