আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বপ্নজাল....... ত্রিপুরা থেকে মিঠুন রায়, আরশিকথা

    আরশি কথা

    স্বপ্নজাল.................


    ভালবাসার জাল বোনে আকাশের তারা,

    স্বপ্নগুলো কোথায়  হারিয়ে যায় ভোরের  আলোর স্পর্শ পেয়ে ? 

    বামন হয়ে চাঁদ ছুঁতে যাব...

    কতদূর সে' ভুল, তুমি জান! 


    স্বপ্নের মেদুরতা কেন কেটে যায় তন্দ্রাবশত ,

    মনের গহীনে তোমার  চুম্বনের ছোঁয়া, 

    অন্তহীন প্রেমের বহিঃপ্রকাশ  ঘটেনি বলে, 

    প্রদীপের সলতের ন‍্যায় জ্বলে যায় স্বপ্নগুলি, 

    শেষ মুহূর্তে সুপ্ত ভালবাসার আঁচ কেউ বুঝতে পারেনি।


    মিঠুন রায়, ত্রিপুরা


    ২৯শে নভেম্বর ২০২০

     

    3/related/default