Type Here to Get Search Results !

রাজ্যপালের সঙ্গে সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর,আরশিকথাঃ রাজ্যপাল শ্রী রমেশ বাইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টায় রাজভবনে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। সহকারী হাইকমিশনার রাজ্যপালকে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অর্জন সম্পর্কে অবহিত করেন। এ সময় রাজ্যপাল রমেশ বাইস বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। উভয় দেশের মানুষের কল্যাণে অধিকতর যোগাযোগ ও সংযোগের ওপর গুরুত্ব আরোপ করেন ত্রিপুরার রাজ্যপাল। সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে সহকারী হাইকমিশনার মোহাম্মাদ জোবায়েদ হোসেন আরশি কথাকে বলেন, ‘আমি উনাকে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অর্জন সম্পর্কে ব্রিফ করেছি। তিনি সাগ্রহে সেগুলো শুনেছেন এবং বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন। তিনি বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যকার দীর্ঘ ও গভীর বন্ধনের সূত্র টেনে আন্তঃযোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের দুই অংশের মধ্যে ট্রেন যোগাযোগ জোরদার করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন রাজ্যপাল রমেশ বাইস।
এ সাক্ষাৎকালে সহকারী হাইকমিশনের প্রথম সচিব (স্থানীয়) এস.এম. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন৷


আরশিকথা হাইলাইটস

২৯শে নভেম্বর ২০২০
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.