বর্তমানে ব্রু (রিয়াং) শরণার্থীদের পুনর্বাসন নিয়ে নানা জল্পনা চলছে।মাঝেমধ্যেই এনিয়ে পরিস্থিতির বদল রাজনৈতিক মহলে চিন্তার ছাপ ফেলছে।রাজ্য সরকারের তরফে এই সমস্যার সমাধানে চলছে প্রচেষ্টা।সোমবার (৩০ নভেম্বর) ব্রু (রিয়াং) শরণার্থী ইস্যুতে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা'র উপস্থিতিতে মহাকরণে এক বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, ব্রু (রিয়াং) শরণার্থীদের পক্ষে সাধারণ সম্পাদক ঝুনো এমশা এবং মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ সহ প্রশাসনিক স্তরের আধিকারিকরা।সভায় ব্রু (রিয়াং) শরণার্থীদের মূল সমস্যাগুলি নিয়ে বিশদ আলোচনা হয়।বৈঠকে ব্রু (রিয়াং) শরণার্থীদের পুনর্বাসন ইস্যুতে ইতিবাচক আলোচনায় রাজ্যের বিভিন্ন জেলায় শীঘ্রই পুনর্বাসন দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১লা ডিসেম্বর ২০২০