Type Here to Get Search Results !

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাইকমিশনারের সাক্ষাৎঃ ঢাকা

আবু আলী, ঢাকা,আরশিকথা ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশে নিয়োগ পাওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-ভারত সম্পর্ককে যুগান্তকারী সম্পর্কে বাস্তবায়িত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ব্যক্ত করতে হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতের হাই কমিশনার বলেন, আমাদের গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি যৌথ আত্মত্যাগ, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধা। এই সম্পর্ক পারস্পরিক আস্থা, বোঝাপড়া এবং মানুষে মানুষে গভীর সংযোগ থেকে শক্তি অর্জন করেছে।
সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বৈঠক নিয়েও কথা হয়।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১০ই ডিসেম্বর ২০২০