Type Here to Get Search Results !

বিশিষ্ট সমাজসেবী হৃষিকেশ সাহা স্মৃতি মেধা উৎসব সম্পন্ন হলো আগরতলা প্রেস ক্লাবেঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ 

সোমবার (১৪ ডিসেম্বর) বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াপ্রেমী হৃষিকেশ সাহা স্মৃতি মেধা উৎসব সম্পন্ন হলো আগরতলা প্রেস ক্লাবে।মূলত হৃষিকেশ সাহা'র ৮০তম জন্মদিনকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজ শুভকরানন্দজি, প্রয়াত হৃষিকেশ সাহা'র স্ত্রী বেলা সাহা, পুত্র তথা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা সহ আরও অনেকেই।অনুষ্ঠানের শুরুতে হৃষিকেশ সাহা'র স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা।বক্তব্য রাখতে গিয়ে মানবপ্রেমী হৃষিকেশ সাহা'র জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।




এবছর পায়েল দেবনাথ,আকাশ দাস,দীপায়ন দেবনাথ,নিকিতা নাগ ও তৃষাশ্রী দেওয়ানকে মেধাবৃত্তি প্রদান করা হয়।ক্রীড়াবৃত্তি প্রদান করা হয় রীমা বেগম ও অম্বিকা দেবনাথকে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৪ই ডিসেম্বর ২০২০