আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শুরু হোক পথচলা... ত্রিপুরা থেকে টিঙ্কু রঞ্জন দাস এর কবিতা

    আরশি কথা

    শুরু হোক পথচলা...


    অবরুদ্ধ এ পৃথিবীর খুলে যাক সব কপাট

    বিশুদ্ধ বাতাস বয়ে যাক মেরু প্রান্ত ছুঁয়ে

    দূর হোক আলোহীন অন্ধকার এর বিভীষিকা রাত

    চলমান পৃথিবীতে জেগে উঠুক জীবনের ধারাপাত।


    বিষন্ন বাউল আমি খুঁজি আলোর ঠিকানা

    কঠিন কাহিনী তাই সবকিছুতে হিসেব মেলে না

    ভুলকে সঠিকভাবে সঠিক কে করি ভুল

    নিজের কাছে তাই নিজেকেই ঠেকে অচেনা।


    প্রাণের আকুতি আজ এসো গাই মানুষের গান

    শোকাতুর মানবতার হাতে গুঁজে দেই সুদৃশ্য রুমাল

    ভোরের সূর্য এনে দেবে আগামীর নতুন বারতা

    পুরাতনের সিঁড়িতে পা রাখুক জীবনের ব্যাকুলতা।


    - টিঙ্কু রঞ্জন দাস,ত্রিপুরা 

    ১লা জানুয়ারি ২০২১

     

    3/related/default