প্রতি রাতে একটু একটু মরে যেতে দেখি
আমার প্রাণবন্ত স্বপ্নগুলোকে,
ভাঙা জানালার ফাঁক হয়ে
আবছা আলো এসে জাপটে ধরে আমাকে।
ভেজা বস্ত্রে এক রমণী এসে বসে আমার পাশে,
আমার রক্ত কান্না দেখেও সে ভয় পায় না।
নিঃশব্দে অশ্রু ঝরে অবিরত,
প্রতিটি ভোরে প্রথম সূর্যরশ্মি চুম্বন করে আমাকে,
দুচোখ মেলে দেখি একি...!
শীতল শরীরের বস্ত্র
সে কী হৃদয়ের আগুন পুড়ে যেতে বসেছে...
ঘরের মেঝে জুড়ে কেন পড়ে আছে প্রেয়সীর রক্তলেখা পত্র !
- মিঠুন রায়, ত্রিপুরা
২রা জানুয়ারি, ২০২১