শুক্রবার ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শুরু হতে যাচ্ছে ২৪ তম রাজ্য ভিত্তিক টেনিস চাম্পিয়ানশিপ "ভূপেন দত্ত ভৌমিক মেমোরিয়াল কাপ ২০২১"।রাজধানীর মালঞ্চ নিবাসস্থিত ত্রিপুরা স্টেট টেনিস কমপ্লেক্সে হবে এই চাম্পিয়ানশিপের খেলা। সকাল ৮ টা থেকে পুরুষ এবং মহিলাদের সিঙ্গেলস বিভাগের খেলার সাথেই শুরু হবে এই প্রতিযোগিতা । বিকাল ৩.৩০ মিনিটে বি.এস.এফ এর আইজি এস.এন.নাথ প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এছাড়া উপস্থিত থাকবেন টি.টি.এর সাধারণ সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য কর্মকর্তাগণ।ত্রিপুরা টেনিস এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই খবর জানানো হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৭ই জানুয়ারি ২০২১