"ভারতবর্ষ সূর্য্যের এক নাম"
এই কথাটাকে মান্যতা দিয়ে
দেশটাকে ভালবেসে ফেলেছিল
ঐ মানুষটা,
দিকে দিকে ছড়িয়ে পড়েছিল তাঁর বীরত্বের কথা
তাঁর তারুন্য,তাঁর তেজোদীপ্ত আহ্বানে
দায়িত্ব নিয়েই সে বলেছিল
'তোমরা আমাকে রক্ত দাও-
আমি তোমাদের স্বাধীনতা দেব'।
কারও কারও কাছে সহ্য হলনা তাঁর উত্থান
কারও কাছে সে হয়ে উঠেছিল ভগবান
তারপরের কথাগুলো রহস্যময়
ইথারে অশ্রুধারা বয়ে যায় কত
আজও সেই ধারা বইছে অবিরত
আমি তাঁর শ্রীচরনে রইলাম প্রণত।।
-রতন আচার্য, ত্রিপুরা
২৬শে জানুয়ারি ২০২১