ফিরে আসবে নিশ্চিত হয় জীবিত নয় মৃত ,
বীর সন্তান তারা হয়নি কভু পরাজিত।
অমর শহীদ সেনা হৃদয়াসনে চিরদিন জীবন্ত,
স্যালুট জানাই তোমায় সেনা অসংখ্য।
শৈত্যপ্রবাহে আমরা যখন শীতঘুমে,
সেনানীরা তখনও রয়েছে জাগ্রত বর্ডারে।
আমাদের হোলি উৎসব নানা রঙ-এ ,
সেনাবাহিনীর হোলি মানে বন্ধুকে ব্যুলেটে।
গোলাপী নীল সবুজ হাজারো রং আমাদের,
যেখানে রং মানে শুধু রক্ত বর্ণ লাল তাদের।
শীত, গ্রীষ্ম অবিরত অভিযোগ মানুষের,
কিন্তু কনকনে শীতেও বিশ্রাম নেই সেনাদের।
যেখানে আগামী বছরের নেই কোন নিশ্চয়তা ,
সেখানেও সেনারা কখনো হয় না পিছুপা।
হয়তো পরিবারের সাথে ছিল সেই শেষ দেখা,
শুধু রয়ে যায় প্রেমিকার চির প্রতীক্ষা।
ধন্য দেশমাতৃকার সেই বীর সন্তানেরা,
যাদের জীবন বলিদানে আজ সুরক্ষিত আমরা।
তাদের জন্যে দু'ফোঁটা জল ফেলুক চোখের তারা,
যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা।
- সুস্মিতা দত্ত, ত্রিপুরা
২৪শে জানুয়ারি ২০২১