মালঞ্চ নিবাসস্থিত ত্রিপুরা স্টেট টেনিস কমপ্লেক্সে ২৪ তম রাজ্য ভিত্তিক স্টেট টেনিস চ্যাম্পিয়নশিপে ( ভূপেন দত্ত ভৌমিক মেমোরিয়াল কাপ ২০২১) শনিবার (৯ জানুয়ারি) ছিলো দ্বিতীয় দিন। এদিন পুরুষ বিভাগের ডাবলস ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।
পুরুষ সিঙ্গেলস সেমিফাইনাল বিভাগে অবিনাশ সাহা,অভিনন্দন শর্মা কে ৬-৩,৭-৫ এবং অপর সেমিফাইনালে কুণাল বিরুয়া কুশল ঠাকুর কে ৬-৪,৬-৩ এ হারিয়ে ফাইনালে উঠে।
পুরুষদের ডাবলস সেমিফাইনাল বিভাগে কুণাল বিরুয়া অভিনন্দন শর্মা জুটি,তরিৎ রায় অবিনাশ সাহা জুটি কে ৬-২,৬-৩ এবং অপর সেমিফাইনাল ম্যাচে ডি. পি.সিং, ইউ.কে.মিনা জুটি বেনি মাধব সইকিয়া,প্রণয় দেবরায় জুটি কে ৬-২,৬-১ ম্যাচে হারিয়ে ফাইনালে উঠে।
রবিবার (১০ জানুয়ারি) বিকাল ৩.৩০ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।উপস্থিত থাকবেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক, টি.টি.ডি.সি'র চেয়ারম্যান সন্তোষ সাহা,ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক অমিত রক্ষিত, বি.এস.এফ আই.জি এস.এন.নাথ, আসাম রাইফেলস ব্রিগেডিয়ার এ.কে.শর্মা,টি.টি.এ সাধারণ সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য কর্মকর্তাগণ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৯ই জানুয়ারি ২০২১
;