আবছায়া আঁধারে খুলে দেই দক্ষিনা দুয়ার
পশ্চিম আকাশে উঁবু হয়ে চাঁদ নামে,
দুয়ার গলে ঢুকে একরাশ হিমেল হাওয়া
জোৎস্না পরী বসে পড়ে চোখের পাতায়।
সিঁধ কেটে আমার ঘরে ঢুকে আঁধার রাত্রি
চুপ করে শিমুলের ডালে বসে কিম্ভুত পেঁচা।
-সারা ফেরদৌস
কবি সাহিত্যিক, ঢাকা৯ই জানুয়ারি ২০২১