Type Here to Get Search Results !

একাধিক কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে রাজ্যের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকঃ দিল্লী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

দিল্লী সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রের একাধিক হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।রাজ্যের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে।বুধবার (৬ জানুয়ারি) প্রথমে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সঙ্গে।আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের কাজ ,নিশ্চিন্তপুরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণ ও কার্গো হ্যান্ডেলিং ফ্যাসিলিটির জন্য জমি অধিগ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে।আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের কাজ চলছে।মুখ্যমন্ত্রী বলেন,ইন্দো-বাংলাদেশ বাণিজ্যে এই রেলপথ উল্লেখযোগ্য ভূমিকা নেবে যা উত্তর পূর্বাঞ্চলের জন্যও হবে গুরুত্বপূর্ণ।নিশ্চিন্তপুরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের জন্য ইতিমধ্যে ৩০ একর জমি চিহ্নিতকরণের কাজ হয়েছে।তাছাড়া সীমান্ত সুরক্ষায় ফ্যান্সিং পরিকাঠামো সুদৃঢ় করার বিষয়েও অমিত শাহ এর সঙ্গে আলোচনা হয়েছে।তিনি সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।রাজ্যের অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়েও এদিন দু'জনের মধ্যে আলোচনা হয়েছে।উন্নয়নের কর্মধারায় স্বরাষ্ট্রমন্ত্রী সকল রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।সব বিষয়েই গৃহমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের মন্ত্রী নিতীন গড়করির সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।ত্রিপুরার জাতীয় সড়কগুলির উন্নয়নের কাজ ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে।মন্ত্রী শ্রী গড়করি ত্রিপুরাবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হীরা মডেল বাস্তবায়নে তার মন্ত্রকের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন,এর ফলে জাতীয় সড়কগুলির উন্নয়নের কাজে আরও গতি আসবে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ 

ছবিঃ সংগৃহীত

৬ই জানুয়ারি ২০২১


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.