আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তোমাকে ভালোবেসে ......... বাংলাদেশ থেকে রীতা আক্তার এর কবিতা

    আরশি কথা

    তোমাকে ভালোবেসে .........


    কখনো ভেবে দেখেছো -
    বিকেলের রঙ কেনো পালটে যায় আবিরজলা মেঘের মতো? 

    অঙ্কুরিত হৃদয়ে নামে বৃষ্টির ধারা? 
    স্রোতস্নিনী নদীর মতো , মন উবে যায় তোমার তীরে? 

    বোঝনি কেনো এমন হয়? 
    কেনো বোঝোনা বলো তো? 
    এতো শত প্রশ্নের পান্ডুলিপি ঘেঁটে বেরিয়ে আসে হাজার উত্তরের শূণ্যপত্র।
    প্রাণের উষ্ণতায় ছড়িয়ে বসে থাকি পথের দিকে। 
    ট্রাম বাসের ঠেলাঠেলি গাদাগাদি করা লোকের ভীড়ে 
    আমার চোখে ভেসে উঠে তোমার ক্লান্ত মুখটা।
    আনমনে তুমি ফিরে আসো বাড়ির পথে। 

    গলির মুখে চোখ আটকে থাকে, 
    পুরনো বেলকুনির এক কোণে দাঁড়িয়ে থাকি লাইট অফ করে। 
    মৃদু কম্পনে বুকের ভেতরটা তোলপাড় করে যায়। 
    পাছে তুমি দেখে ফেলো আমায়। 
    এভাবেই তোমায় লুকিয়ে চুরিয়ে দেখে যাই রোজ। 

    তোমায় এমন লুকিয়ে দেখার মাঝেই আমার ঢের আনন্দ লুকিয়ে থাকে। 

    আমার ভাবনাগুলো পাখা মেলে উড়তে থাকে তোমার আসা যাওয়ার পথে। 

    নিজেকে প্রশ্ন করি বারবার, 
    কেনো আমি রোজ বসি বেলকুনির কিনারে? 
    কেনো আমার  মন চঞ্চল হয়ে উঠে প্রতিটি প্রহরে? 

    কেনো আমার ভালোলাগাগুলো মিশে থাকে তোমায় নিয়ে? 
    একি কেবল আমার মায়া 
    নাকি... 
    তোমায় ভালোবাসি বলেই আমার এমন হওয়া...?

    রীতা আক্তার, বাংলাদেশ 


    ৯ই জানুয়ারি ২০২১

     

    3/related/default