আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আশি হাজার পিস বার্মিজ ইয়াবা আটকঃ বাংলাদেশ

    আরশি কথা

    আবু আলী, ঢাকা, আরশিকথা ।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র ডেইলপাড়া নামক স্থানে ফাঁদ পাতে। পরবর্তীতে আনুমানিক বিকেল সাড়ে ৩ টায় কয়েক জন ইয়াবা ব্যবসায়ী পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা সাথে থাকা ব্যাগ ফেলে ঘন কুয়াশার আড়ালে দৌড়ে পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। অতঃপর টহল দল ঘটনাস্থল হতে লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে আনুমানিক ৮০,০০০ (আশি হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৯,১৫,০৯,৬০০/- (নয় কোটি পনের লক্ষ নয় হাজার ছয়শত) টাকা মূল্যের ৩,০৫,০৩২ পিস বার্মিজ ইয়াবাসহ ৫১ জন আসামী আটক করে।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ৫ই ফেব্রুয়ারি ২০২১
     

    3/related/default