Type Here to Get Search Results !

বাংলাদেশে ফিরলেন মিয়ানমারের কারাভোগ করা ২৪ বাংলাদেশী নাগরিক

আবু আলী, ঢাকা, আরশিকথা ।।


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে  মিয়ানমারে বিভিন্ন সময়ে কারাভোগ করা ২৪ জন বাংলাদেশী নাগরিক কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রত্যাবর্তন করেছেন।

অদ্য ২৩ ফেরুয়ারি  মিয়ানমারের অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্ট, মংডুতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ৪ নম্বর  বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি মিয়ানমারের কারাগারে সাজাভোগকৃত ২৪ জন বাংলাদেশী নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর  কাছে  হস্তান্তর করে। বর্ণিত পতাকা বৈঠকে ০৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিএসসি, অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ০৭ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন Police Lieutenant Colonel Zaw Lin Aung, কমান্ডিং অফিসার, ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ, মিয়ানমার। মিয়ানমার হতে ফেরত আনা ২৪ জন বাংলাদেশী নাগরিককে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় মিয়ানমারের সিট্যুয়ে প্রদেশের বাংলাদেশ কনস্যুলেটের মিশন প্রধান এর সার্বিক সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংশ্লিষ্ট মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সাথে কার্যকর যোগাযোগ স্থাপনের মাধ্যমে মিয়ানমারের বিভিন্ন কারাগারে আটকে থাকা এই ২৪ জন বাংলাদেশী নাগরিককে মাতৃভূমি বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।



আরশিকথা বাংলাদেশ সংবাদ

২৩শে ফেব্রুয়ারি ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.