Type Here to Get Search Results !

ত্রিপুরেশ্বরী মন্দিরে বিশেষ পুজোঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, আরশিকথাঃ

উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে জমাতিয়া হদার উদ্যোগে সোমবার আয়োজন করা হলো বিশেষ পূজার্চনার। চিরাচরিত প্রথা অনুযায়ী প্রতি বছরের পয়লা চৈত্র এই বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে। এই বিশেষ পূজার্চনার মাধ্যমে গড়িয়া পূজায় মা ত্রিপুরেশ্বরীকে আমন্ত্রণ জানানো হয়। তাই প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক ভক্ত এই বিশেষ পুজোয় শামিল হতে ছুটে আসেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। উল্লেখ করা যেতে পারে, উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির হল সতীর ৫১পীঠের এক পিঠ। কালীপুজোসহ বিশেষ দিনগুলো ছাড়াও রাজ্য ও বহিঃরাজ্যের পুণ্যার্থীরা প্রায় প্রতিদিনই ভিড় জমান মাতা ত্রিপুরেশ্বরী দর্শনের জন্য।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৫ই মার্চ ২০২১