আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিধায়কের জন্মদিনে রক্তদান শিবিরঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ

    ৬ আগরতলা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মনের জন্মদিন ১৫ মার্চ। এ উপলক্ষ্যে সোমবার আগরতলা জিবি হাসপাতাল এবং এজিএমসিতে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের।বিধায়কের সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা এই শিবিরের আয়োজন করে। শিবিরে উপস্থিত থাকে খোদ বিধায়ক সুদীপ রায় বর্মন রক্তদাতাদের উৎসাহিত করে। এ ব্যাপারে বলতে গিয়ে সুদীপবাবু বলেন, এ ধরনের আয়োজনে তিনি আপ্লুত। রক্তদানের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি যে কোনো সামাজিক অনুষ্ঠান, যেমন বিবাহ কিংবা জন্মদিনে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যবাসীর প্রতি। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা এবং বিধায়ক সুশান্ত চৌধুরী। এদিকে বিধায়কের জন্মদিন উপলক্ষ্যে সুদীপ রায় বর্মন ফ্রেন্ডস ক্লাবের খোয়াই শাখার উদ্যোগে খোয়াই হাসপাতালে রোগীদের মধ্যে ফল, মিষ্টি বিতরণ করা হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৫ই মার্চ ২০২১
     

    3/related/default