Type Here to Get Search Results !

বিএসএফ-বিজিবি'র মধ্যে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পূর্তিতে ফুটবল ম্যাচঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএসএফ এবং বিজিবি'র মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ হতে চলেছে। আগামী ১৮ মার্চ বিলোনিয়ার বিজেন্দ্র কিশোর স্টেডিয়ামে সকাল ৯ টায় ফুটবল ম্যাচ শুরু হবে। ইস্টার্ণ কমান্ড অফ বিএসএফে'র সঙ্গে মোট ছয়টি ম্যাচ হবে। সোমবার বিএসএফ এর আইজি সুশান্ত কুমার নাথ শালবাগানে বিএসএফের হেডকোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান। অন্য ম্যাচগুলি হবে ২৬ মার্চ দক্ষিণবঙ্গের বহরমপুরে, ৩ এপ্রিল করিমগঞ্জে, ১৪ এপ্রিল উত্তরবঙ্গের সোনামতিতে হবে, ২৪ এপ্রিল মেঘালয়ের তুরায়, শেষ ম্যাচটি হবে আসামের ধুবড়িতে। আই.জি জানান, এসমস্ত বন্ধুত্বপূর্ণ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজনের উদ্দেশ্য বিএসএফ ও বিজিবি'র মধ্যে সহযোগিতা এবং সৌহার্দ্য বাড়ানো এবং সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা। ম্যাচগুলিকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ডগ শো এবং ব্যান্ড প্রদর্শনীও করা হবে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৫ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.