Type Here to Get Search Results !

রাজ্য ভিত্তিক আঞ্চলিক সরস মেলা শুরু হচ্ছে আগামী ১৯ মার্চ থেকেঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য ভিত্তিক ১৬তম আঞ্চলিক সরস মেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ১২ দিন ব্যাপী এই মেলা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা এবং কৃষিমন্ত্রী প্রণজিত সিংহ রায়। চলতি বছর মেলায় থাকবে ৩৭০টি স্টল। এরমধ্যে ২৮৫টি স্টল সারা রাজ্যে স্বসহায়ক দলের জন্য বরাদ্দ থাকবে। চলতি বছর মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বেশ কিছু পুরস্কার এবং শংসাপত্র বিতরণ করা হবে। তাছাড়া মেলা প্রাঙ্গণের মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে সেমিনার মত বিনিময় অনুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে চেয়ারম্যান করে ১১ সদস্যের একটি অর্গানাইজিং কমিটি এবং সাতটি সাব কমিটি গঠন করা হয়েছে। ত্রিপুরা গ্রামোন্নয়ন দপ্তর ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যৌথ উদ্যোগে এবং অন্যান্য সরকারী দপ্তর ও বিভিন্ন সামাজিক সংস্থার সহায়তায় এই সরস মেলা আয়োজিত হচ্ছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৫ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.