ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ১৫ এবং ১৬ মার্চ দেশব্যাপী দু'দিনের লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস্। সোমবার থেকে শুরু হলো তাদের ধর্মঘট। এদিন ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টি জি বি ও ইউ,টি জি বি ও এ এবং টি জি বি ই এ যৌথ সংগ্রাম মঞ্চ তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করে। ধর্মঘটীদের দাবি, বাজেট অধিবেশনে সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হয়েছিল যে ব্যাংক বেসরকারিকরণ হবে না। কিন্তু সরকার তার প্রতিশ্রুতি খেলাপ করে দুটো ব্যাংক এবং একটি বীমা কোম্পানির বিলগ্নিকরণের মধ্যে দিয়ে বেসরকারিকরণের প্রস্তাব করেছে । তাদের বক্তব্য, দেশের আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য বিলগ্নীকরণ সঠিক পথ নয় বরং রাষ্ট্রায়ত্তকরণ-ই আর্থিক অবস্থার উন্নতির রূপকার। ধর্মঘটীদের দাবি, সরকার উল্টো পথে হাঁটছে।ধর্মঘট চলবে মঙ্গলবার পর্যন্ত।উল্লেখ্য ব্যাংক কর্মীরা সরকারের এই নীতির বিরুদ্ধে এখন পর্যন্ত ৪০টি'রও বেশি ধর্মঘট করেছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই মার্চ ২০২১