আগামী ১৯ মার্চ থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন। চলবে ২৫ মার্চ পর্যন্ত। ২০২১ সালের প্রথম অধিবেশন এটি। বছরের প্রথম অধিবেশন, তাই প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণের মধ্য দিয়েই শুরু হবে এই অধিবেশন।
এ ব্যাপারে বলতে গিয়ে সোমবার মন্ত্রী রতন লাল নাথ বলেন, শুরুতে সিদ্ধান্ত নেয়া হয়েছিল বিধানসভা অধিবেশন চলবে চারদিন, অর্থাৎ শুক্রবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। এ ব্যাপারে বিরোধিতা আরো একটি দিন বাড়ানোর আর্জি জানালে শেষ পর্যন্ত তাদের আর্জি মেনে একদিন বৃদ্ধি করা হয়। অর্থাৎ অধিবেশন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শ্রী নাথ বলেন, অধিবেশনের প্রথম দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৫ই মার্চ ২০২১