আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিব মন্দিরের উদ্বোধন করে রাজ্যবাসীকে শিবরাত্রির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রীঃত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি আয়োজন করা হয়ে থাকে। বৃহস্পতিবার মহা শিবরাত্রির দিন মেহের কালীবাড়িতে শিব মন্দির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পূজার্চনা সেরে মুখ্যমন্ত্রী শিবরাত্রি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন পূজার্চ্চনার মাধ্যমে রাজ্যবাসীর দীর্ঘায়ু আর সমৃদ্ধি কামনা করেছেন তিনি। রাজ্যবাসীর কল্যাণ কামনা করেছেন তিনি ভগবানের কাছে। তিনি বলেন এক শক্তিশালী রাজ্য ও সমাজ তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন তারা। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন ত্রিপুরাবাসী সুন্দর দৈনন্দিন জীবন নিয়ে সুন্দর ত্রিপুরা গড়বে।

    পূজার্চনা শেষে মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১১ই মার্চ ২০২১
     

    3/related/default