কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আগামী ২৬ মার্চ ভারত বনধের ডাক দিলেন আন্দোলনরত কৃষকরা। শুধু বনধ নয়, আগামী ২৮ মার্চ কৃষি আইনের প্রতিলিপিকে হোলিকা দহন করে অশুভ শক্তির বিনাশ করার ডাক দিলেন তারা। উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে একশো দিন পেরিয়েছে কৃষকদের আন্দোলন। ইতিপূর্বে রেল রোকো সহ বেশকিছু কর্মসূচি একাই করেছিল কৃষক সংগঠন। তবে এবারের ভারত বনধে বিভিন্ন শিল্প সংগঠন ও অন্য বিভিন্ন সংগঠন কে তাদের সঙ্গে থাকার আহ্বান জানানো হয়েছে। ২৯ মার্চ হোলি। তার আগের দিন হোলিকা দহন অনুষ্ঠানে পড়ানো হবে কৃষি আইনের প্রতিলিপি। উল্লেখ্য, এর আগেও লোহড়ির দিন একই ভাবে পোড়ানো হয়েছে কৃষি আইনের প্রতিলিপি। পাশাপাশি ১৫ মার্চ তারা পালন করবে কর্পোরেট ও সরকার বিরোধী দিবস। ২৩ মার্চ শহীদ ভগৎ সিংয়ের বলিদান দিবসে দিল্লির বিভিন্ন সীমানায় জড়ো হবে দেশের যুবকরা। কৃষকদের পাশে থাকার বার্তা দেবেন তারা।
আরশিকথা দেশ-বিদেশ
১১ই মার্চ ২০২১