আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বর্তমান সরকার ক্ষমতায় এসেই নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে কাজ করছে : মুখ্যমন্ত্রী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    যুবসমাজ যাতে নেশায় আসক্ত হয়ে নিজেদের জীবন বিপন্ন না করে সেই লক্ষ্যে রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় এসেই নেশামুক্ত ত্রিপুরা গঠনে স্লোগান দেয় এবং সেই লক্ষ্যে কাজ শুরু করে। মঙ্গলবার বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের জনস্বার্থে আনা একটি নোটিশের জবাবে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজ্যে বিভিন্ন বেআইনি নেশা বিরোধী অভিযান বৃদ্ধি করা হয় এবং এর ফলে রাজ্যে বিরাট পরিমাণ বেআইনি গাঁজা ফেন্সিডিল, হেরোইন ইত্যাদি নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয় এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তির সহযোগী নেশাদ্রব্য চালানকারীদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে একটি পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর ২০১৮ সালে নেশাজাতীয় দ্রব্য সেবন, গ্রহণ, চালান ইত্যাদির জন্য ৪৩৩ টি মামলা করা হয়। ৬৬০ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৬৫ হাজার ৩৩৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। অথচ এর আগের বছর ২০১৭ সালে এসংক্রান্ত মাত্র ৮৩টি মামলা করা হয়। ৬৫ জনকে গ্রেফতার করা হয় এবং ৮৫৯০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, দেখা গেছে বিভিন্ন নেশা সামগ্রীর এই অবৈধ কারবার মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকায় প্রবল। এর ব্যবহার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সহ সমাজের সব অংশের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সমাজে এক অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে। কিন্তু প্রকৃত নেশা কারবারীরা সবসময়ই আইনের ধরাছোঁয়ার বাইরে থাকে। শুধুমাত্র যারা আনা-নেওয়ার কাজটি করে তাদেরকে আটক করে বিচার ব্যবস্থার আওতায় আনা হয়।এদিকে নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমাজের সব অংশের মানুষের বিশেষ করে অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন। মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠনে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনজাগরণ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এ বিষয়ে অপরাধীদের যে সমস্ত ধারায় গ্রেপ্তার করা হয়ে থাকে সেগুলো যাতে জামিনযোগ্য না হয় সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৩শে মার্চ ২০২১
     

    3/related/default