রাজ্যে প্রতিবছর এইডস আক্রান্ত কিংবা এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে পশ্চিম এবং উত্তর জেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে এই সংখ্যা। ২০১৭-১৮ সালে রাজ্যে এইডস আক্রান্ত এবং এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ছিল ১১৮৭ জন। ২০১৮-১৯ সালে তা বেড়ে হয়েছে ১৩৯৪ জন। ২০১৯-২০ অর্থবর্ষে তা আরো বেড়ে হয় ১৭৬০ জন। জেলাভিত্তিক হিসেবে দেখা যায় পশ্চিম জেলায় ২০১৭-১৮ বর্ষে ছিল ২৮১ জন। তার পরের বছর বেড়ে ৩১১ জন। ২০১৯-২০ বর্ষে তা বেড়ে দাঁড়ায় ৩৭৮ জন। উত্তর জেলাতেও রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ২০১৭-২০১৮ সালে ৩০২ জন। এর পরের বছর ৩৮৬জন। আর ২০১৯-২০২০ বর্ষে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯৯ জন। বিধানসভা অধিবেশন বিধায়ক রতন ভৌমিকের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এভাবেই জেলাভিত্তিক পরিসংখ্যান জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এইডস আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার ঘটনা যে রাজ্যের জন্য মোটেও সুখকর নয় তা আর বলার অপেক্ষা রাখে না।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৪শে মার্চ ২০২১