Type Here to Get Search Results !

ড্রাইভার" ......... আটলান্টা থেকে রবীন্দ্র চক্রবর্তী

ড্রাইভার"


এটা আমার কোম্পানির গাড়ি, 

চালায় এক বুড়ো ড্রাইভার - 

বোধহয় রিটায়ার্ড মিলিটারি! 


রাত, ভোর, সদা হাসিখুশি মুখ 

কোনো অভিযোগ নেই ওর,

গাড়ি চালানোতে যেন পায় স্বর্গসুখ!


ও সময়ে আসে, সময়ে যায়,

দরকারে থাকে; কথা বলে অল্প, 

আমার ভালো লাগে, কম বাক্যব্যয়! 


সেদিন গাড়িতে আমি; বৌয়ের ফোন - 

গল্প হলো না, হলো কথা কাটাকাটি;

মেজাজ হলো মাটি; খারাপ হলো মন।


ড্রাইভার চুপ ছিল; হঠাৎ বলল স্যার 

মনে নেবেন না মিসেসের কথা; 

বলুন তো কজনের আছে এমন পরিবার?


আমি বললাম, গাড়ি চালাও; পিছনে নয়

সামনে দ্যাখো। খানিকক্ষণ নীরবতা - 

তারপর ও বললে, কাটিয়েছি অনেক সময়; 


সামনে দ্যাখার কিছু নেই স্যার; আমি চলি পথ

পিছনে তাকিয়ে। আপনার সময় এখন,

ওঁকে কল করুন; মাপ করবেন আমার মতামত! 


- রবীন্দ্র চক্রবর্তী,আটলান্টা

২৮শে মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.