তোমার চোখেই আমার মরণ.....
দেখেছি আমি তোমায় তমসার ঘূর্ণি রাতে,
দেখেছি তোমার বিশ্বাসকে দৃঢ়তার সাথে,
ভোরের শীতলতার মতো স্পর্শে তোমার,
জুড়ায় সব জ্বালা আমার;
ফাগুনের ওই রঙ পলাশী ছোঁয়ায়-
মুচড়ে ওঠে আমার গোপন মণিকোঠায়,
এক বাসন্তী বেলায় ইলশেগুড়ির ভেলায়
দেখেছিলাম ভিজতে তোমায় জলের খেলায়
মুগ্ধতা ছিল নাকি ছিল আবেগের আবেশ
তোমার কেশের স্বর্ণালী জলবিন্দুতে
সিক্ত হয়েছিলাম আমিও মনে মনে-
প্রেমে পরেছি আমি বারেবারে
মরণ আমার তোমারই চোখে।
- তণিমা সাহা , কলকাতা
২৮শে মার্চ ২০২১