আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তোমার চোখেই আমার মরণ....." কলকাতা থেকে তণিমা সাহা'র কবিতা

    আরশি কথা

    তোমার চোখেই আমার মরণ.....


    দেখেছি আমি তোমায় তমসার ঘূর্ণি রাতে,

    দেখেছি তোমার বিশ্বাসকে দৃঢ়তার সাথে,

    ভোরের শীতলতার মতো স্পর্শে তোমার,

    জুড়ায় সব জ্বালা আমার;

    ফাগুনের ওই রঙ পলাশী ছোঁয়ায়-

    মুচড়ে ওঠে আমার গোপন মণিকোঠায়,

    এক বাসন্তী বেলায় ইলশেগুড়ির ভেলায়

    দেখেছিলাম ভিজতে তোমায় জলের খেলায়

    মুগ্ধতা ছিল নাকি ছিল আবেগের আবেশ

    তোমার কেশের স্বর্ণালী জলবিন্দুতে

    সিক্ত হয়েছিলাম আমিও মনে মনে-

    প্রেমে পরেছি আমি বারেবারে 

    মরণ আমার তোমারই চোখে।



    - তণিমা সাহা , কলকাতা 

    ২৮শে মার্চ ২০২১


     

    3/related/default