Type Here to Get Search Results !

দু'দিনব্যাপী পুঁথি পাঁচালী পাঠ ও উৎসব শুরুঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার থেকে আড়ালিয়াস্থিত প্রিয়লাল স্মৃতি ভবনের প্রেক্ষাগৃহে দু'দিনব্যাপী পুঁথি পাঁচালী পাঠ ও উৎসব শুরু হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস এই উৎসবের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ শ্রী দাস বলেন, লোকসংস্কৃতি হলো এক চিরন্তন ঐতিহ্য। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে লোকসংস্কৃতি ও লোকনৃত্য ধরে রাখতে হবে। মন্ত্র পাঠ, গীতা পাঠ, উলুধ্বনি মঙ্গলের প্রতীক। এসব লোক সংস্কৃতির সঙ্গে জড়িত। পূজা পার্বণ ও সামাজিক রীতিনীতি, ধান ও দুর্বার ব্যবহার হলো সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক। এখনো এই সংস্কৃতি প্রচলিত। বিভিন্ন দেব-দেবীর পূজা লোকসংস্কৃতির অঙ্গ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অলক ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৪ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.